Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- Romans - 023 (The Revelation of the Righteousness of God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian-- Azeri-- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

রোমীয়দের - প্রভুই আমাদের ধার্মিকতা
রোমীয়দের কাছে হযরত পৌলের লেখা পত্রের ওপর পর্যালোচনা
প্রথম খন্ড - খোদার ধার্মিকতা সকল পাপীকে দোষী সাব্যস্থ করে, আর মসিহের ওপর বিশ্বাসিদের ন্যায়বান ও আলাদা করে (রোমীয় ১:১৮ - ৮:৩৯)
বি - ইমানের দ্বারা নতুন ধার্মিকতা লাভের সুযোগ রয়েছে সবার জন্য খোলা (রোমীয় ৩:২১ - ৪:২২)

১. মসিহের অভিষিক্ত মৃতু্যর মাধ্যমে খোদার ধার্মিকতার প্রকাশ ঘটেছে (রোমীয় ৩:৩১-২৬)


রোমীয় ৩:২১-২৪
২১ আল্লাহ মানুষকে শরীয়ত ছাড়াই কেমন করে ধার্মিক বলে গ্রহণ করেন তা প্রকাশিত হয়েছে৷ তৌরাত শরীফ ও নবীদের কিতাব সেই বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছেন৷ ২২ যারা ঈসা মসিহের ওপর ঈমান আনে তাদের সেই ইমানের মধ্য দিয়েই আল্লাহ তাদের ধার্মিক বলে গ্রহণ করেন৷ ইহুদি ও অ-ইহুদি সবাই সমান, ২৩ কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে৷ ২৪ কিন্তু মসিহ ঈসা মানুষকে গুনাহের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তি মধ দিয়েই রহমতের দান হিসেবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়৷

আপনি কি গুনাহগার? এ প্রশ্নটি গুনাহগারদের কাছেই করা হয় যারা তাদের কৃত অতীতের পাপের জন্য যন্ত্রণা সহ্য করেছে, আর তারা স্বীকার করে যে তাদের রক্ত কলুষিত, আর তাদের আচরণও খারাপ৷

আসুন, শ্রবন করুন খোদার হাতে জগতের পাপের বিচারের মধ্যেও সুসমাচার আপনাকে কি বলছে!

ধার্মিক ও গুনাহগার, বাছাইকৃত অথবা বিনষ্ট, সামাজিক জ্ঞানসম্পন্ন অথবা সাধাসিধে, বৃদ্ধ বা যুবা সকলের কাছে প্রকৃতিক নিয়ম অথবা রুহানি শরীয়তের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে, সকলে গুনাহগার বিকৃত মনের লোক৷

যারা নিজেদের চিনতে পেরেছেন তারা খোদার গৌরবের কাছে পতিত, যেমন সকল ব্যক্তিবর্গ পতিত, তারা আসলে আশির্বাদ প্রাপ্ত৷ সৃষ্টিলগ্নে পিতা আমাদের যে সুরত অর্থাত্‍ তার নিজের সুরত দান করেছিলেন তা আমরা হারিয়ে ফেলেছি৷ আপনার কলুষতার জন্য আপনি কি রোদন বিলাপ করেন?

শরীয়ত ভঙ্গের দায়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে খোদা কী বলেন? অগণিত শরীয়ত ভঙ্গকারীর বিরুদ্ধে ঐশি বিচারে কি রায় ঘোষণা দেয়? ন্যায়বান বিচারক আপনার আমার বিরুদ্ধে কী বলেন?

মৃত ও জীবিতদের বিশ্বের নিস্তব্ধতা ভেঙ্গে, সকলকে হতচকিত করে দিয়ে খোদার শক্তিধর কালাম বেহেশতে ও দুনিয়াতে ঘোষিত হলো৷ 'সকলকে ন্যায়বান বলে গ্রহণ করা হলো!' আমাদের মন জাগ্রত হয়ে বলে চলে; অসম্ভব! আর শয়তান চিত্‍কার দিয়ে চলছে; না, হতেই পারে না! খোদার রূহ অর্থাত্‍ পাকরূহ আপনাকে স্বান্তনা দিয়ে চলছে, দেখিয়ে দিচ্ছে খোদার কোরবানিকৃত মেষ শিশু, যিনি জগতের পাপভার, নিজ স্কন্ধে তুলে নিয়ে সলিবে আত্ম কোরবানী দিলেন৷ খোদা তাঁর পুত্রকে শাস্তি দিলেন বিশ্বের তাবত্‍ পাপীকে বাঁচাবার জন্য৷ পুতপবিত্র খোদা তাঁর পবিত্র পুত্রকে কোরবানি দিলেন গুনাহগারদের ন্যায়বান বলে গ্রহণ করার জন্য৷ মসিহ আপনার পাপের ঋণ শোধ দিলেন নিজের দৈহিক মৃতু্যযন্ত্রণা সহ্য করার মাধ্যমে যেন আপনি নির্দোষ খোদার কাছে বেহেশতে পৌছাতে পারেন৷ আপনি এখন নির্দোষ, বেগুনাহ, নাজাত প্রাপ্ত৷ শয়তান বা পাপ মৃতু্য কোনো কিছুই আপনার উপর আর কর্তৃত্ত্ব করার অধিকার রাখে না৷ আপনি নির্দোষ, চিরদিনের জন্য হয়েছেন খোদার কাছে গ্রহণযোগ্য৷

আপনি কি এসকল বিশ্বাস করেন, আর বিশ্বাস সহকারে নাজাতের সুসমাচার গ্রহণ করেছেন? আপনি যদি আয়নার দিকে তাকান, তবে পূর্বের মতোই আপনি আপনাকে দেখতে পাবেন, তা সত্যেও কিছু নতুন চিহ্ন আপনার চোখে ভেসে ওঠবে৷ আপনি দেখতে পাবেন কৃতজ্ঞতার চিহ্ন আর চোখে আনন্দের ঔজ্জ্বল্য ঝিকমিক করছে, এর কারণ হলো খোদা আপনাকে মহব্বত করেন৷ আর সকল পাপের অভিযোগ থেকে আপনাকে মুক্ত ন্যায়বান বলে ঘোষণা দিয়েছেন, আর তা করেছেন তাঁর একমাত্র প্রিয় পুত্র বেগুনাহ মসিহের জানের কোরবানির মাধ্যমে৷ আপনি হয় এ নিরেট সত্যটি গ্রহণ করতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারেন৷ গোটা বিশ্বটিকে ন্যায়বান বলে গ্রহণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে৷ মসিহের আর দ্বিতীয়বার সলিবে পাপের কোরবানি দেবার প্রয়োজন নেই৷ যে কেউ বিশ্বাস করে, তিনি পেয়ে যান নাজাত, আর যিনি এ নাজাত দৃঢ়ভাবে ধরে রাখেন তাকে আর দোষী বলে সাব্যস্থ করা হবে না৷ আপনার বিশ্বাস আপনাকে নাজাত দিয়েছে৷

সকলেই মন্দ, দোষী ও ধ্বংসপ্রাপ্ত, কিন্তু খোদা তাদের সকলকে নির্দোষ বলে গ্রহণ করে নিলেন, এক মহা সুযোগ এনে দিলেন তাঁর সেবা করার মাধ্যমে ও অনন্তকাল বেঁচে থাকার জন্য৷ এ বিশ্বজনিন রহমত বিশ্বের সকল ধর্মে খুঁজে পাওয়া যায় না৷ কেবলমাত্র সুসমাচারেই এ বিশেষ ব্যবস্থা রয়েছে৷ খোদার মহব্বত সকল মানুষকে নাজাত দান করেছে, সকল মানুষ বলতে উকিল ও বিনষ্ট, নামিদামি ও অবিশ্বাসী লোকজন, দার্শনিক ও সাধারণ মানুষ, বয়োবৃদ্ধ ও শিশুরা সম্পৃক্ত৷ খোদা তাদের সকলকেই ন্যায়বান বেগুনাহ বলে গ্রহণ করেছেন৷ এ মহান করুনার আহ্বানে আপনি কতকাল নীরব থাকবেন? চলে আসুন, আপনার বন্ধুদের ডাকুন, তাদের বলুন যে তাদের সকলের বন্দি শরীরের দুয়ার চিরতরে খুলে দেয়া হয়েছে, তাদের মুক্তপাপ জীবন যাপন করার অধিকার রয়েছে, যেমনটি মসিহের সুসমাচার তাদের জন্য তেমন ব্যবস্থা করে রেখেছেন৷ কালবিলম্ব না করে ত্বরা ছুটে আসুন, তাদের কাছে প্রমাণ বহন করুন, খোদার রহমতে আপনি পেয়েছেন কাঙ্খিত নাজাত৷

প্রিয় ভ্রাতঃ আপনি কি ব্যক্তিগতভাবে মসিহকে বিশ্বাসে বরণ করে নিয়েছেন এবং তাঁর দ্বারা প্রস্তুতকৃত নাজাত গ্রহণ করেছেন? আপনার দয়াশীল নাজাতদাতা হিসেবে আপনি কি তাকে জানেন? তাহলে আমাকে সুযোগ দিন আপনাকে অভিনন্দন জ্ঞাপন করতে৷ আর আমাকে বলার সুযোগ দিন, মসিহকে ধন্যবাদ দিন, তিনি আপনার জন্য মৃতু্যযন্ত্রণা সহ্য করেছেন, কেননা তিনিই আপনাকে নাজাত দান করেছেন, পাকপবিত্র করেছেন, আর নির্দোষ হিসেবে কবুল করে নিয়েছেন৷ তাই আপনার গোটা বিশ্বাস নিয়ে তাকে সম্মান করুন, আর সদাসর্বদা তাকে ধন্যবাদ দিন৷ আপনার বাকী জীবনটা তার গৌরবোজ্জল রহমতের জন্য ধন্যবাদে পরিপূর্ণ রাখুন৷

প্রার্থনা: হে প্রিয় মসিহ, আমরা আপনাকে ধন্যবাদ দেই, আমরা আপনাকে মহব্বত করি, কেননা আমাদের পাপের হাত থেকে মুক্ত করার জন্য সলিবে আত্মকোরবানি দিয়েছেন৷ হে করুনাবিষ্ট পিতা, আমরা আপনার আরাধনা করি, কেননা প্রভু মসিহের মাধ্যমে আপনি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দিয়েছেন, হে পাকরূহ আমরা আপনাকে ধন্যবাদ দেই৷ আপনি অবাধ অসিম জ্ঞানের রহমত আমাদের দান করেছেন, পরিপূর্ণ ন্যায়বান হিসেবে করেছেন আমাদের প্রতিষ্ঠা, আর আমাদের কাছে প্রকাশ করেছেন ক্ষমার৷ হে পবিত্র ত্রিত্ত্ব, আমরা আপনার ধন্যবাদ দেই, কেননা আপনারাই আমাদের জীবনকে অর্থবহ করে তুলছেন৷ গোটা জীবন যাতে আপনার প্রতি ধন্যবাদ ও রহমতের ঐজ্জল্য আমাদের জীবনাচরণের মাধ্যমে প্রকাশ পায়৷

প্রশ্ন:

২৭. ইমানের মাধ্যমে নাজাত অর্জনের পক্ষে প্রধান ধারণাটি কি?

www.Waters-of-Life.net

Page last modified on February 25, 2014, at 12:57 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)