Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 120 (Jesus appears to the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
চতুর্থ খন্ড - নূর অন্ধকারকে জয় করে (যোহন ১৮:১ - ২১:২৫)
বি - ঈসা মসিহের পুনরম্নত্থান ও উপস্থিতি (যোহন ২০:১ - ২১:২৫)

২. উপরের ঘরে সাহাবিদের সাথে মসিহের দর্শন দান৷ (যোহন ২০:১৯-২৩)


যোহন ২০:২০
এই কথা বলে তিনি তাঁর দুই হাত ও পাঁজরের দিকটা তাঁর সাহাবিদের দেখালেন৷ ঈসা মসিহকে দেখতে পেয়ে সাবাবিরা খুব আনন্দিত হলেন৷

মসিহের পুনরম্নত্থান প্রমাণ করে, খোদার সাথে পুনর্মিলনের দায়িত্ব সুসম্পন্ন হয়েছে৷ পিতা তাঁর পুত্রকে কবরে ফেলে রাখেন নি, আমাদের পাপের প্রায়শ্চিত্ব বহন করার দায়ে খোদা তাকে পরিত্যাগও করেন নি৷ নির্দোষ কোরবানি তিনি মঞ্জুর করেছেন, বিজয়ীর বেশে তিনি কবর থেকে জেগে ওঠেছেন, এবং পিতার সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ জীবন যাপন করেছেন৷ অধিকন্তু, পিতরে ইচ্ছানুযায়ী তিনি সলিবে আত্মকোরবানি দান করেছেন৷ পতিত বিশ্বে তাঁর আবির্ভাবের প্রধান কারণই হলো সলিবে আত্মকোরবানি দান করা৷ তাই আশ্চর্য লাগে, যখন কেউ বলে বসে মসিহ সলিবে তাঁর প্রাণ কোরবানি দেন নাই!

মসিহ প্রমান করেছেন যে তিনি ভুত বা গুপ্ত কোনো অশরীরি আত্মা নন৷ তাঁর হাতের তালুতে যে পেরেক গাথা হয়েছিল তা সাহাবিদের দেখিয়েছেন৷ তাঁর পাঁজরে বর্শার আঘাতের চিহ্ন, তিনি তাও তাদের দেখিয়েছেন৷ সাহাবিগণ পেরেকের ৰত চিহ্ন দেখেছেন এবং বুঝতে পেরেছেন তিনি অন্য কোনো অচেনা অজানা ব্যক্তি নন, সলিব বিদ্ধ পুনরম্নত্থিত মসিহ৷ খোদার মেষ বিজয় অর্জন করেছেন৷ সলিবে হত ব্যক্তি মৃতু্যকে জয় করেছেন৷

ধীরে ধীরে ঈসা মসিহের সাহাবিগণ দেখতে পেরেছেন যে, তিনি কোনো অপচ্ছায়া বা ভুত নন বরং তাদের মসিহই তাদের কাছে উপস্থিত৷ মসিহের নতুন আকৃতি তাদের জন্য আনন্দের কারণ হয়ে দেখা দিয়েছে৷ আমাদের জন্যও ভালো হয়েছে যে আমরা মৃতু্যঞ্জয়ী মসিহকে দেখতে ও ধারণ করতে পেরেছি৷ আমরা অবহেলিত অসহায় অনাথ নই৷ আমাদের শ্রদ্ধেয় ভ্রাতা পাকরূহ এবং পিতার সাথে যুক্ত হয়ে গোটা বিশ্ব শাসন করে চলছেন৷

মৃতু্য থেকে জীবিত হওয়ায় মসিহের সাহাবিদের আনন্দের মাত্রা বেড়েই চলছে৷ তখন থেকে ৰতিগ্রস্থ আমাদর জন্য তিনি, জীবনত্ম প্রত্যাশাস্থল হয়ে ওঠেছেন৷ খোলা কবর শেষ নয়, কিন্তু তাঁর জীবনই হলো আমাদের জীবনের শুরম্ন৷ যিনি সকল গৌরবের মালিক তিনি বলেছেন, 'আমিই পুনরম্নত্থান ও জীবন৷ যে কেউ আমার ওপর ইমান আনে তিনি মারা গেলেও জীবিত থাকবে৷ আর আমাতেস্থিত জীবিত ব্যক্তি কখনো মারা যাবে না৷'

সাহাবিগণ যখন বুঝতে পেরেছেন যে মসিহ পাপ ৰমা করেন, তখন তাদের আনন্দ আরো বহুগুনে উথলিয়া পড়লো৷ আমাদের পাপের প্রায়শ্চিত্ত যে পরিশোধ করা হয়েছে তা তিনি আমাদের নিশ্চয়তা দান করেছেন৷ তিনি আমাদের জন্য যে আঘাত সয়েছেন তার ফলে খোদার সাথে আমাদের শানত্মি স্থাপিত হয়েছে৷

পুনরম্নত্থানের দিনে আপনি কি এ পুনর্মিলনের আনন্দ সবার কাছে প্রকাশ করে থাকেন৷ পুনরম্নত্থিত মসিহের কাছে আপনি কি শ্রদ্ধাবনত থাকেন, কেননা তিনি আপনার সাথে উপস্থিত রয়েছে এবং আপনার পাপের ৰমার নিশ্চয়তা প্রদান করেছেন? মসিহ জীবিত আর তা-ই আমাদের আনন্দের কারণ৷ সে কারণে হযরত পৌল জামাতকে প্রত্যয়ের সাথে বলেছেন, 'শততঃ প্রভুতে আনন্দ কর, আমি আবার বলছি, আনন্দ কর৷ তোমাদের মৃদুতা যেন সকলে জানতে পায়৷ প্রভু রয়েছেন অতি কাছে৷'

প্রার্থনা: প্রভু মসিহ, তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি, কেবল তুমিই আমাদের ভরসারস্থল, এবং আমাদের জীবনের তাত্‍পর্য তুমিই প্রকাশ করেছো৷ তোমার বহন করা আঘাত সকল আমাদের ন্যায়বান করেছেন এবং তোমার সত্ত্বা করেছে আমাদের জীবন দান৷ তোমার রাজ্য হুকুম প্রতিষ্ঠিত হোক আর তোমার বিজয় যেন সকলে উপলব্ধি করতে পারে, ফলে বহুজনের জীবন যেন জাগ্রত হয়ে ওঠতে পারে৷ আর তোমার সাথে যুক্ত হয়ে বিজয়ী জীবন যাপন করতে পারি৷

প্রশ্ন:

১২৪. সাহাবিদের আনন্দ উলস্নাসের কারণ কি ছিল?

www.Waters-of-Life.net

Page last modified on July 30, 2013, at 11:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)