Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 103 (Jesus intercedes for his apostles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্খন্ড ৩ - সাহাবিদের প্রত্যেকের মধ্যে নূর জ্বলিতেছে (যোহন ১১:৫৫ - ১৭:২৬)
ই. ঈসার মধ্যস্থতা মূলক প্রার্থনা (যোহন ১৭:১-২৬)

৩. ঈসা মসিহ তার প্রেরিতদের জন্য মধ্যস্থতা করলেন (যোহন ১৭:৬-১৯)


যোহন ১৭:১৪
১৪. তোমার কালাম আমি তাহাদের দিয়াছি৷ দুনিয়া তাহাদের ঘৃণা করিয়াছে, কারণ আমি যেমন এই দুনিয়ার নই, তাহারাও তেমনিই এই দুনিয়ার নয়৷

ঈসা মসিহ তার প্রার্থনার মধ্যে সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি পিতার বাক্যকে সাহাবিদের কাছে উপস্থাপন করেছিলেন এবং তাদের কাছে অর্থ সহকারে তার পিতার নামকে প্রকাশ করেছিলেন৷ এই প্রকাশিত বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে পবিত্র ত্রিত্বের বিষয়ে ঘোষণা করেছিলেন৷ খোদার অপরিহার্যের বৈশিষ্টের এই বিস্ময়কর প্রকাশিত বাক্য সাহাবিদেরকে স্পর্শ করেছিল৷ এটা তাদেরকে শক্তিতে পরিপূর্ণ করে রূপান্তরিত করেছিল৷ যাতে করে তারা ঈসা মসিহের আধ্যাত্মিক দেহের অংশ হতে পারে৷

এই সব গুনাবলীর কারনে দুনিয়া তাদেরকে ঘৃণা করতো যেমন ঈসা মসিহকে ঘৃণা করেছিল৷ ঈসা মসিহের আবির্ভাব যেমন খোদা থেকে হয়েছিল এবং তার জীবন অনন্তকাল থেকে খোদার মধ্যে লুকায়িত ছিল তেমনই যারা পুনরায় জন্মলাভ করেছে তারা সবাই চিরকাল বেঁচে থাকবে৷

যোহন ১৭:১৫
১৫. আমি তোমাকে অনুরোধ করিতেছি না, তুমি এই দুনিয়া হইতে তাহাদের লইয়া যাও, বরং অনুরোধ করিতেছি যে, শয়তানের হাত হইতে তাহাদের রক্ষা কর৷

ঈসা মসিহ তার সাহাবিদেরকে বেহেস্তে অথবা নির্জনতায় নিয়ে যাননি যদিও তারা চারিদিক থেকে যন্ত্রনা ও কষ্টের মধ্যে ছিল৷ তিনি তার পিতার কাছে তার সাহাবিদেরকে শয়তানের আধিপত্য থেকে এবং বক্তাদের প্রবঞ্চনা থেকে ও মন্দ আত্মাদের থেকে রক্ষা করতে মিনতি করেছিলেন৷ আমাদের প্রভূ আমাদের জন্য মধ্যস্থতা নিশ্চিত ভাবে বেঁচে থাকে৷ ঈসা মসিহের রক্ত আমাদের রক্ষা করে কারণ তার আত্ম কোরবানীর জন্য খোদা আমাদের সঙ্গে আছেন৷ কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ অথবা আমাদেরকে ধ্বংস করতে পারে না৷ আমরা পবিত্র জনের রহমতের মধ্য দিয়ে ন্যায়পরায়ন, অনন্তজীবি এবং পবিত্রজনের হাতে সুরক্ষিত হয়েছি৷ আমরা যদি অবাধ্য হই এবং কোন বিশেষ সংক্রামক পাপে জড়িয়ে পড়ি তাহলে তিনি আমাদেরকে প্রলোভনে ফেলবেন, কারণ যে পাপ আমাদের মধ্যে থাকে তা উদ্ভূত অথবা প্রকাশিত হবে যা লজ্জার কারণ হবে৷ তখন আমরা কেঁপে উঠবো এবং চোখের জলে অনুতপ্ত হব এবং চিত্‍কার করে বলবো, 'পিতা আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না কিন্তু মন্দ হইতে রক্ষা কর'৷ যে কেউ নিজের ক্ষমতা বলে এবং মানবিক সাহসের সাথে শয়তান ও মৃতু্যর সাথে মোকাবেলা করতে চেষ্টা করে সে নিজেকে প্রবঞ্চিত করে৷ ঈসা মসিহের রক্ত এবং মধ্যস্থতার মধ্যে আশ্রয় নিন, তিনি-ই আমাদের একমাত্র নাজাতদাতা৷

যোহন ১৭:১৬-১৭
১৬. আমি যেমন এই দুনিয়ার নই তাহারাও তেমনিই এই দুনিয়ার নয়৷ ১৭. সত্য দ্বারা তোমারই উদ্দেশ্য তুমি তাহাদের আলাদা করিয়া রাখ৷

ঈসা মসিহ সাহাবিদের কাছে তার প্রার্থনার মধ্যে তার সাক্ষ্যের পুনুরাবৃত্তি করেছেন যে তারা এই মন্দ দুনিয়া থেকে উদ্ভূত হয়নি যদিও তারা রক্ত মাংসে গঠিত এবং অন্যদের মত তাদেরও মন্দের প্রতি প্রবণতা আছে৷ তারা মন্দই থাকত কিন্তু খোদার রহমত এবং ঈসা মসিহের রক্ত তাদেরকে মন্দের বন্দিত্ত্ব থেকে মুক্ত করেছে৷ তারা এই দুনিয়ায় বহিরাগতদের মত হয়েছে এবং বেহেস্তের নাগরিক হয়েছে৷

দেহ এবং আত্মায় গঠিত এই সব বিশ্বাসীদের নুতন বৈশিষ্ট তাদের জীবনকে অবিরামভাবে সংঘাতের মধ্যে রাখে৷ আমরা যদি নিজেদেরকে ভালোবাসি তাহলে পাকরূহ কষ্ট পান৷ নিজেদেরকে তুষ্ট করার সকল চেষ্টা আমাদের বিবেককে মর্মাহত করে৷ প্রতিটি মিথ্যা কথা স্মৃতির মধ্যে শিখাহীন খড়ের মত জ্বলতে থাকে৷ খোদার রূহ আপনাকে কোন চুরি করা জিনিষ আপনার ঘরে রাখতে দেবে না৷ আপনি যদি কাউকে অপমান অথবা নিষ্ঠুর আচরন দিয়ে আহত করেন, তাহলে সত্যের রূহ আপনাকে তার কাছে ক্ষমা চাইতে অনুপ্রানিত করবে৷ কারণ পাকরূহ আপনার জীবনের সকল মন্দতা এবং প্রবঞ্চনাকে উম্মোচিত করে এবং সেইভাবে আপনাকে বিচার করে৷

ঈসা মসিহ তার পিতার কাছে আমাদেরকে পাপ মুক্ত করতে আবেদন করেছেন, কারণ কোন অপবিত্র ব্যক্তি অন্যকে পবিত্র করতে পারে না৷ এই পবিত্র করন আমাদেরকে তার সত্যের দিকে আকর্ষণ করে যখন আমরা কিছু পরিমানে খোদার ভালোবাসা উপলব্ধি করি এবং পুত্রের রহমত এবং পাকরূহের শক্তির মধ্যে বাস করি, তখন আমরা পবিত্র হয়ে যাই৷ আমাদের জীবনে খোদার উপস্থিতি আমাদের প্রভাবান্বিত করে৷ খোদা নিজে আমাদের ভিতর তার উদ্ধেশ্যকে সিদ্ধ করেন, 'পবিত্র হও কারন আমি পবিত্র৷ ঈসা মসিহের রক্ত চিরকালের জন্য আমাদেরকে পবিত্র করে, ঠিক যেমন পাকরূহ আমাদের মধ্যে কোন অভাব রাখে না৷ পবিত্র ত্রিত্বের উপর আপনার বিশ্বাস আপনাকে পুরোপুরি পবিত্র করে তোলে৷

খোদার কাছ থেকে এই পবিত্র করন অর্জিত হয় তার বাক্যের উপর আমাদের মনোনিবেশের মধ্য দিয়ে৷ সুসমাচার হলো আমাদের পবিত্রকরনের উত্‍স এবং আমাদের কর্তব্য পরায়নতার মূল বা শিকড়৷ ঈসা মসিহের বাক্য আমাদেরকে বিশ্বাসের দিকে চালিত করে যাতে করে আমরা খোদার দিকে অগ্রসর হতে যোগ্য হই৷ পিতার বাক্যের কাছে আপনার হৃদয়কে উম্মুক্ত করুন কারণ খোদা হলেন প্রেম এবং যে কেউ প্রেমের মধ্যে থাকে সে খোদার মধ্যে থাকে এবং খোদা তার মধ্যে থাকে৷

যোহন ১৭:১৮
১৮. তোমার কালামই সেই সত্য৷ তুমি যেমন আমাকে দুনিয়াতে পাঠাইয়াছিলে, তেমনই আমিও তাহাদের দুনিয়াতে পাঠাইয়াছি৷

তার সাহাবিরা যাতে পবিত্র হতে পারে এই প্রার্থনা করার পর ঈসা মসিহ তাদেরকে নতুন জন্মের আলোকে এই মন্দ পৃথিবীতে পাঠালেন৷ তিনি আমাদের রক্ষা করেছেন আমাদের জীবনকে পবিত্র করতে; তারপর তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অনেক মানুষকে রক্ষা ও পবিত্র করতে৷ জামাত কোন সাধারণ সমাবেশ নয় যা নিজেকে ধার্মিকতার কর্তা ও আইনগত বিচার দিয়ে নিজেকে তুষ্ট করে৷ এটা হলো কাজের সহভাগীতা যা বিশ্বাসের মধ্য দিয়ে শয়তানের দূর্গকে আক্রমন করে, যার উদ্দেশ্য হলো প্রার্থনা ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে হারানোদেরকে পরিবতর্ীতে করা৷ জামাত পিতার রাজ্যের ঘোষণা দেয় এবং এই দুনিয়াতে তার ইচ্ছাকে প্রচার করতে চায়৷ আপনি কি ঈসা মসিহের প্রার্থনার বিষয় অবগত হয়েছেন যার কার্যাবলী হলো সুসমাচার প্রচার করা?

ঈসা মসিহ আপনাকে মর্যাদা দেন এবং আপনাকে হারানোদের কাছে পাঠান যেমন পিতা তাকে পাঠিয়েছেন৷ তিনি ঈসা মসিহের মধ্যে খোদার সত্যকে প্রকাশ করবার জন্য আপনাকে উপস্থাপিত করেন৷ ঈসা মসিহ আপনাকে কার্যকর সেবা করতে ডাকেন, বিশ্রাম অথাব ভ্রান্তির জন্য নয়৷ তার পকরূহ হলো আপনার শক্তি৷

যোহন ১৭:১৯
১৯. তাহাদের জন্য তোমার উদ্দেশ্য আমি নিজেকে আলাদা করিতেছি, যেন সত্য দ্বারা তাহাদেরও আলাদা করা হয়৷

ঈসা মসিহ জানতেন যে তার কোন সাহাবি সুসমাচার প্রচার করতে অথবা আধ্যাত্মিক কল্যান বয়ে আনতে সমর্থ ছিল না এবং সকলেই তাদের হৃদয় ও চেতনায় ক্ষত বিক্ষত হবে, কিন্তু খোদার পবিত্রতা তাদের ঘিরে রেখেছিল৷ এই কারনেই পুত্র জীবন্ত কোরবানি হয়েছিলেন, নিজেকে পবিত্র করেছিলেন যদিও তিনি সর্বদাই পবিত্র ছিলেন৷ তার মৃতু্যর মধ্য দিয়ে পবিত্রতার সকল চাহিদাই পুরন করেছিলেন, যাতে করে শয়তানের অভিযোগ খন্ডিত হতে পারে ঈসা মসিহের রক্তের উপর আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে৷ এই প্রায়শ্চিত্তকারী মৃতু্যর ভিত্তিতে সাহাবিরা পাকরূহ গ্রহন করতে সক্ষম হয়েছিল যা তাদেরকে জীবন্তকারী পানি বহন করার পাত্র বানিয়ে ছিল৷

এইভাবে তারা চাতুরী থেকে মুক্ত হয়েছিল এবং তাদের জিহ্বা প্রবঞ্চনা থেকে পরিস্কৃত হয়েছিল৷ তারা সাহস পেয়েছিল যাতে কখনো তারা সত্যকে অস্বীকার না করতে পারে এবং পাপকে প্রকাশ করতে পারে, যদিও তা তাদের চেতনাকে অস্থির করে তুলতে পারে এবং শেষ পর্যন্ত তারা নাজাত পেতে পারে৷ মিথ্যা, অসত্‍ চরিত্র এবং গর্বের সঙ্গে সংঘাতের সাফল্য এনে দেয় ঈসা মসিহের রক্তের সুরক্ষা এবং মধ্যস্থতার মধ্য দিয়ে৷

প্রার্থনা: আমাদের হৃদয়ের মধ্যে ঘৃণা, মিথ্যা এবং দম্ভকে ক্ষমা কর, আমরা সহজাত ভাবেই মন্দ৷ কিন্তু তিনি পবিত্র৷ শয়তানের প্রলোভন থেকে আমাদেরকে রক্ষা কর৷ সুসমাচারকে আমাদের কাছে স্পষ্টভাবে বোধগম্য কর, যাতে করে তোমার বাক্য আমাদেরকে সত্যিকারভাবে পবিত্র করতে পারে এবং আমরা যা প্রচার করি সেই অনুসারে জীবন-যাপন করতে পারি৷

প্রশ্ন:

১০৭. পিতার কাছে ঈসা মসিহ আমাদেরকে মন্দের হাত থেকে রক্ষা করতে আবেদন করেছিলেন৷

www.Waters-of-Life.net

Page last modified on July 25, 2012, at 09:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)