Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 065 (Jesus reveals himself to the healed one)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্বিতীয় খণ্ড - নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে (যোহন ৫:১ - ১১:৫৪)
সি - জেরুজালেমে ঈসা মসিহের শেষ যাত্রা (যোহন ৭:১ - ১১:৫৪) -- অন্ধকার ও নূরের পৃথককরণ
২. অন্ধ লোকটির চোখ ভালো করা (যোহন ৯:১-৪১)

গ) ঈসা মসিহ নিজেকে খোদার পুত্র হিসেবে আরোগ্যপ্রাপ্ত লোকটির কাছে প্রকাশ করলো (যোহন ৯:৩৫-৪১)


যোহন ৯:৩৫-৩৮
ঈসা মসিহ শুনিলেন যে, নেতারা লোকটিকে বাহির করিয়া দিয়াছেন৷ পরে তিনি সেই লোকটিকে খুঁজিয়া পাইয়া বলিলেন, 'তুমি কি মনুষ্য পুত্রে ওপর ঈমান আনিয়াছ?' ৩৬. সে উত্তর দিল, 'হুজুর, তিনি কে? আমাকে বলুন, যাহাতে তাহার ওপর ঈমাণ আনিতে পারি৷' ৩৭. ঈসা মসিহ তাহাকে বলিলেন, 'তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনিই তোমার সঙ্গে কথা বলিতেছেন৷' ৩৮. তখন লোকটি বলিল, 'প্রভু আমি ঈমান আনিলাম৷' ইহা বলিয়া সে ঈসা মসিহকে সেজদা করিল৷

আমরা এই স্বান্তনাদায়ক ঘটনাটি পড়েছি৷ যখন ঈসা মসিহ আরোগ্যপ্রাপ্ত ব্যক্তিটির বহিস্কারের কথা শুনলো, তিনি তার ভিতর নিদারুন যন্ত্রনা খুঁজে পেয়েছিলেন৷ প্রতিটি বিশ্বাসী এই স্বান্তনা পেতে পারে, যারা ঈসা মসিহের জন্য তাদের পরিবার বন্ধুদের থেকে পৃথক হয়ে পড়ে৷ যদি আপনি এরকম অবস্থার মধ্যে পড়েন আমরা আপনাকে আশ্বাস দিতে পারি যে ঈসা মসিহ আপনার কান্না শুনবেন ও ব্যক্তিগতভাবে আপনার কাছে আসবেন এবং আপনাকে ত্যাগ করবেন না৷ লোকদের দিকে তাকাবেন না তাহলে আপনি হতাশ হবেন৷ কেবল-মাত্র ঈসা মসিহের দিকে তাকান৷ তার মধ্যে ব্যতিত দুনিয়া এবং বেহেস্তে আপনার কোন আশা নেই৷ তিনি আপনাকে ভালোবাসেন৷

তারপর ঈসা মসিহ যুবক ব্যক্তিটিকে চুড়ান্ত প্রশ্নটি করলেন, 'তুমি কি খোদার পুত্রের ওপর বিশ্বাস কর, যে মনুষ্য-পুত্রও বটে?' এটা বোঝায় যে যুবক ব্যক্তিটি তৌরাতের কিছু অংশ সম্পর্কে পরিচিত ছিল যে ব্যাপারে ঈসা মসিহ অবগত ছিল এবং দানিয়েলের ৭ : ১৩-১৪ পদটি জানতো, সেটা হলো মনুষ্য পুত্র দুনিয়ার বিচারক এবং খোদার পুত্র৷ ঈসা মসিহ এই কথা জিজ্ঞাসা করছিলেন এ কথা বের করতে যে যুবক ব্যক্তিটি খোদার পুত্রের মহত্বের কাছে চিরকালের জন্য বশ্যতা স্বীকার করে কিনা এবং যেন পিছিয়ে না যায়৷ সে ইতিমধ্যেই অনুভব করেছিল যে ঈসা মসিহ কোন সাধারণ মানুষ নয় এবং তাকে 'প্রভু' বলে সম্বোধন করেছিল৷ তবুও সে আরও জানতে চেয়েছিল খোদার তবুও আরও জানতে চেয়েছিল খোদার পুত্রকে, তাই কেবল একজন মানুষকে যেন এবাদত না করা হয় যা হতো প্রতিমা উপাসনা৷

এতে করে ঈসা মসিহ তাকে একটি গৌরবময় উত্তর দিলেন, 'তুমি তাকে আগে থেকেই বিশ্বাসের মধ্যে দিয়ে দেখেছ, তোমার দৃষ্টিতে দেখার আগেই, আমিই সেই; যে খোদার পুত্র তোমার সাথে কথা বলছি৷' ঈসা মসিহের ওপর সম্পূর্ণ বশ্যতা স্বীকার করতে যুবক ব্যক্তিটির কিছুমাত্র বিলম্ব হলো না৷ সে তার সামনে নতজানু হলো, ঠিক যেন এইভাবে বলেছিল, 'প্রভু', আমি তোমারই এবং তুমি আমার রাজা গুরু এবং প্রভু৷ তুমি মনুষ্যদেহধারী প্রেম, আমি স্বেচ্ছায় তোমার কাছে নিজেকে সমর্পন করি, এখন থেকে তোমার দাস হতে৷' ভাই, আপনি কি খোদার পুত্র ঈসা মসিহকে মানুষবেশে উপলব্ধি করতে পেরেছেন? আপনি কি বিশ্বাসী হিসেবে তার সাথে দাসত্ব বন্ধনে আবদ্ধ হয়েছেন? আপনি কি তার ক্রিতদাস হিসেবে তাকে এবাদত করেছেন?

যোহন ৯:৩৯-৪১
৩৯. ঈসা মসিহ বলিলেন, 'আমি এই দুনিয়াতে বিচার করিবার জন্য আসিয়াছি, যেন যাহারা দেখিতে পায় না তাহারা দেখিতে পায় এবং যাহারা দেখি পায় তাহারা অন্ধ হয়৷' ৪০. কয়েকজন ফরিশিও ঈসা মসিহের সঙ্গে ছিলেন৷ তাহারা এই কথা শুনিয়া ঈসা মসিহকে বলিলেন, 'তবে আপনি কি বলিতে চান যে, আমরা অন্ধ?' ৪১. ঈসা মসিহ তাঁহাদের বলিলেন 'আপনারা যদি অন্ধ হইতেন, তাহা হইলে আপনাদের কোন দোষ থাকিত না৷ কিন্তু আপনারা বলেন যে, আপনারা দেখিতে পান, সেই জন্যই আপনাদের দোষ রহিয়াছে৷

যখন যুবক ব্যক্তিটি ঈসা মসিহের সামনে নতজানু হলো, তাকে তা করতে বাঁধা দেওয়া হয়নি, কারণ ঈসা মসিহ সকল সম্মান পাবার যোগ্য৷ কিন্তু ঈসা মসিহ বললেন যে তার এই আসা দাম্ভিকদের এবং সেই সব ধার্মিক লোকদের যারা নিজেদের ভাবতো যে তারা সবকিছু উপলব্ধি করতে পারে কিন্তু সত্যের বিষয়ে কিছুই জানতো না তারা বিচারের সম্মুখীন হবে৷ অন্ধ লোকটি এবং পাপীরা এটা উপলব্ধি করেছিল এবং অনুতপ্ত হয়নি ঈসা মসিহ তাদের বিচার করেননি; তারা নিজেদের বিচার নিজেরই করেছে কারন তার মুক্তিকে তারা প্রত্যাখ্যান করেছে৷ অতীতে তারা নবী এবং কিতাবুল মোকদ্বাসের কাছ থেকে কিছু আলো পেয়েছিল৷ যদি তারা স্বেচ্ছায় ঈসা মসিহের ধর্ম-শিক্ষার বিরোধীতা করে তাহলে তারা প্রাপ্ত আলোটুকুও হারাবে৷ তারা অন্ধ, কঠিন হৃদয়ধারী এবং ঘৃণ্য হত্যাকারী হয়ে যাবে৷ মসীহ্রে আগমন এবং তার শিক্ষাদান দুটি ফল বয়ে আনে: মুক্তি অথবা অভিশাপ, আশির্বাদ অথবা অমঙ্গল৷ আপনার হৃদয় কি ফল বয়ে আনে?

ঈসা মসিহের শ্রোতাদের মধ্যে ফরিশিরা ছিল, তারা অনুভব করলো যে ঈসা মসিহ তার বাক্যদ্বারা তাদেরকে চিহ্নিত করছে৷ তারা প্রশ্ন করলো, 'আমরা কি অন্ধ'? ঈসা মসিহ তাদের ভণ্ডামীকে এই কথা বলে প্রশ্নবিদ্ধ করলেন, 'আপনারা যদি বাস্তবিকভাবে নিজেদেরকে অন্ধ মনে করতেন এবং আপনাদের আধ্যাত্মিক বিষয়ে দু:খবোধ করতেন, তাহলে আপনারা বাপ্তিস্মদাতা যোহনের সামনে নিজেদের পাপের জন্য অনুতপ্ত হতেন এবং আপনাদের পাপসমূহকে পরিত্যাগ করতেন; তাহলে আপনারা ক্ষমা এবং আশির্বাদ পেতেন৷ কিন্তু আপনারা নিজেদেরকে প্রবঞ্চিত করেছেন এবং সবকিছু বোঝেন বলে দাবি করেছেন ও চিন্তা করেছেন যে আপনারা ন্যায়পরায়ন৷ কিন্তু এরকম দাম্ভিকতা আপনাদের অন্ধত্ব ও কঠোরতা প্রমাণ করে৷ কিন্তু আপনারা দুনিয়ার আলোর একটি ঝলকও পাবেন না৷'

প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আপনি মানুষের আকৃতিতে খোদার পুত্র৷ আমরা আপনার এবাদত করি এবং আমরা আপনার কাছে এখন এবং চিরকালের জন্য বশ্যতা স্বীকার করি আমার আমাদের সকল শক্তি এবং সমর্থ দিয়ে আপনার সংগে আছি৷ আমরা আপনার কাছে আমাদেরকে ক্ষমা করার জন্য এবং আমাদের হৃদয়কে পবিত্র করার জন্য মিনতি করি, যাতে করে কোন পাপ আমাদেরকে আপনার কাছ থেকে আলাদা করতে না পারে৷

প্রশ্ন:

৬৯. ঈসা মসিহের সামনে নতজানু হওয়া কি অর্থ বুঝায়?

www.Waters-of-Life.net

Page last modified on June 14, 2012, at 10:27 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)