Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 027 (The Baptist testifies to Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
প্রথম অংশ - বেহেশতি নূর ঝলমল করছে (যোহন ১:১ - ৪:৫৪)
সি - জেরুজালেমে মসিহের প্রথম আগমন (যোহন ২:১৩ - ৪:৪৫) -- খাঁটি এবাদত বলতে কী বুঝায়?

৩. বিবাহের বর ঈসা মসিহের নিকট বাপ্তিস্মদাতার সাক্ষ্য (যোহন ৩:২২-৩৬)


ঈসা মসিহের অমর অতুলনীয় বাণী এবং তাঁর মহত্বের প্রবৃদ্ধি এবং মসিহি আন্দোলনের প্রবৃদ্ধি দেখে বাপ্তিস্মদাতা ইয়াহিয়া প্রশংসাসূচক স্বাক্ষ্য দিলেন৷

যোহন ৩:৩১
৩১. 'যিনি ওপর হইতে আসেন তিনি সকলের উপরে, যে দুনিয়া হইতে আসে সে দুনিয়ার, আর সে দুনিয়ার কথাই বলে৷ কিন্তু যিনি বেহেস্ত হইতে আসেন তিনিই সকলের উপরে'৷

মানুষ হলো পার্থিব এবং তাদের পুনর্জন্মের প্রয়োজন৷ ঈসা মসিহ একাই ছিলেন বেহেশতি ব্যক্তিত্ব এবং আমাদের কাছে টানতে তিনি মানুষ হয়ে আসলেন এবং আমাদেরকে উদ্ধার করলেন৷ নাসরতীয় ঈসা মসিহ সকল নবী, দার্শনিক এবং নেতাদেরকে ছাপাইয়া গিয়াছিলেন, যেমন বেহেস্ত দুনিয়া থেকে উঁচুতে অবস্থানরত৷ মানুষের উদ্ভাবনী শক্তি হলো টলায়মান কিন্তু আসল বিষয় হলো যেটা খোদা তৈরি করেছেন৷ পুত্র হলো জীবন, আলো এবং আমাদের অস্থিত্বের কারণ৷ অন্য কারো সাথে তার তুলনা নেই৷ পুত্র পিতার একজাত সন্তান সমস্ত, যুগের আগেই ছিলেন৷ তিনি নিখুঁত এবং সমস্ত সৃষ্টিকে ছাপাইয়া গেছেন৷

যোহন ৩:৩২-৩৫
'তিনি যাহা দেখিয়াছেন আর শুনিয়াছেন তাহারই সাক্ষ্য দেন, কিন্তু কেহ তাহার সাক্ষ্য গ্রাহ্য করে না৷ ৩৩. যে তাঁহার সাক্ষ্য গ্রাহ্য করিয়াছে, সে তাঁহার দ্বারাই প্রমাণ করিয়াছে যে, খোদা যাহা বলেন তাহা সত্য৷ ৩৪. খোদা যাঁহাকে পাঠাইয়াছেন, তিনি খোদারই কথা বলেন, কারণ খোদা তাঁহাকে পাক-রুহ মাপিয়া দেন না৷ ৩৫. পিতা পুত্রকে মহব্বত করেন এবং তাঁহার হাতে সমস্তই দিয়াছেন'৷

মানুষ ঈসা মসিহ বেহেশতি সত্যের চাক্ষুস সাক্ষী৷ তিনি সত্যই পিতাকে দেখেছেন এবং তার বাক্য শুনেছেন৷ তার চিন্তাসমুহ এবং পরিকল্পনাগুলো তিনি জানেন৷ তিনি খোদার বাক্য যা পিতার বক্ষ থেকে বেরিয়ে আসে৷ তার প্রকাশিত কালাম হলো নিখুঁত৷ প্রকাশিত কালাম যা নবীদের কাছে এসেছিল তা ছিল অসম্পূর্ণ৷ ঈসা মসিহ খোদার ইচ্ছাকে প্রকাশ করেছেন চূড়ান্ত এবং সম্পূর্ণভাবে৷ তিনি হলে বিশ্বস্ত সাক্ষী, যিনি সেই সাক্ষ্যের জন্য মৃতু্যবরণ করেছিলেন৷ তিনি পিতাকে মহিমান্বিত করেছিলেন, দুঃখজনক হলো, এখনো বেশির ভাগ মানুষ তার সাক্ষ্যকে অস্বীকার করে৷ তারা এমন খোদাকে চায় না যিনি নিকটে আছেন, কারণ সত্য খোদাকে হৃদয়ে স্থানদিতে হলে জীবনের পরিবর্তনের প্রয়োজন হয়৷ তারা পুত্রত্বকে অগ্রাহ্য করে এবং খোদার পিতৃত্বকে অস্বীকার করে৷

খোদার প্রশংসা হোক এবং কেউ যেন খোদা এবং তার রুহকে ঘৃণা না করে৷ একটি মনোনীত দল আছে যারা পুত্রকে পিতার মধ্যে দেখে এবং তার সঠিক কোরবানি স্বীকার করে৷ যে কেউ তার প্রকাশিত কালাম এবং উদ্ধার পর্বতে বিশ্বাস করে সে খোদাকে সম্মান করে৷ খোদা মিথ্যা বলতে পারেন না, এবং পুত্র হলো সত্য৷ পিতা তাঁর চিন্তার বিষয় বস্তুকে কোন কিতাবে অথবা কোন শাসনতন্ত্রের মধ্যে প্রকাশ করেননি, কিন্তু ব্যক্তি ঈসা মসিহের মধ্যে প্রকাশ করছেন৷ যে কেউ তার বাক্যের রুহের কাছে উম্মুক্ত সেই পুনর্জন্ম পেয়েছে৷ ঈসা মসিহ আপনাকে ডাকেন কেবল মাত্র সত্য বলার জন্য নয়, কিন্তু তা করতে অর্থাত্‍ সত্যে জীবন যাপন করার জন্য এবং তার মধ্যে বাস করতে৷ তার সুসমাচার তখন আপনার ভিতর বাস্তবরূপে রূপায়িত হবে৷

ঈসা মসিহ কোন কাল্পনিক বিষয়ে অথবা অনিশ্চিত কিংবা আকাশ কুসুম অভিলাসের কথা বলেন নাই; তার বাক্য ছিল সৃষ্টিশীল শক্তিশালী এবং স্পষ্ট৷ খোদা নিজেই তার পুত্রের মধ্য দিয়ে কথা বলেছেন৷ তার ভিতরের রুহ হলো অসীম৷ তার ওপর সীমাহীন জ্ঞান এবং কতর্ৃত্ব পিতা অর্পণ করেছিলেন৷

পিতা পুত্রকে ভালোবাসতেন এবং তার কাছে সব কিছুই হস্তান্তর করেছিলেন৷ খোদার সম্মান ভালোবাসা হলো একটি দান এবং পুত্র পিতাকে সম্মান করে৷ প্রশ্ন এটা নয় যে, কে বড়, পিতা না পুত্র? এই ধরনের প্রশ্ন শয়তানের কাছ থেকে আসে৷ পবিত্র ত্রিত্বের প্রত্যেকেই একে অপরকে বির্বধিত এবং সম্মান করে৷ যে কেউ এই তত্ত্বও তথ্যকে অগ্রাহ্য করে সে প্রভুকেও অগ্রাহ্য করে৷ পিতার এই ব্যাপারে কোন ভয় নেই যে পুত্র তার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করে, কারণ খোদা তার পুত্রের নম্রতা, কর্তব্যপরায়ণতা এবং সম্পূর্ণ বশ্যতার বিষয়ে জানতেন৷ ঈসা মসিহ সব কিছু নিয়ন্ত্রণ করতেন যেমন তিনি বলেছেন, 'বেহেশতে ও দুনিয়াতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে'৷

যোহন ৩:৩৬
৩৬. 'যে কেহ পুত্রের ওপর ঈমান আনে সে তখনই অনন্ত জীবন পায়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাইবে না, বরং খোদার গজব তাহার ওপর থাকিবে'৷

বাপ্তিস্মদাতা যোহন আমাদেরকে মুক্তির বিধিবিধান শেখান, 'যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়৷' এই ছোট্ট বাক্যটি সুসমাচারের মূল বিষয়কে বর্ণনা করে৷ যে কেউ পিতা ও পুত্রের ভালোবাসার একাত্মতার কাছে আসে সে খোদার ভালোবাসার সানি্নধ্যে আসে যা ক্রুশের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে৷ যে ব্যক্তি খোদার মেষশাবকের ওপর নির্ভর করে সে জানে মেষশাবক আমাদের অপবিত্রতাকে দূরীভূত করেছে৷ ঈসা মসিহের সাথে এই সম্পর্কের মধ্য দিয়ে আমরা তার করুণার প্রবাহের অভিজ্ঞতা লাভ করি তার অসীম প্রেমের মধ্য দিয়ে৷ ক্রুশ বিদ্ধ পুত্রের ওপর বিশ্বাস আমাদেরকে সত্যজীবনের দিকে নিয়ে যায়৷ অনন্ত জীবন মৃতু্যর পর শুরু হয় না কিন্তু এখনই শুরু হয়৷ পাক রুহ পুত্রের মধ্য দিয়ে বিশ্বাসীদের কাছে আসে৷ যে কেউ ঈসা মসিহের বাক্যকে প্রত্যাখ্যান করে, সে তার পুত্রত্ব ও ক্রুশকে অস্বীকার করে যা পাক-রুহকে দুঃখ দেয়৷ সে তার বিবেকের জন্য বিশ্রাম পাবে না৷ যে ব্যক্তি ঈসা মসিহের কাছে নিজেকে সমর্পণ করে না সে স্বয়ং খোদার বিরোধিতা করে এবং আধ্যাত্মিক মৃতু্যর সম্মুখীন হয়৷ সকল ধর্মই যা পুত্র এবং তার ক্রুশের মতোবাদের বিরুদ্ধাচারণ করে তারা খোদার সত্যকে লঙ্ঘন করে৷ যে কেউ তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে তার ক্রোধের মধ্যে পড়ে৷

পৌল ও যোহনের অবস্থানকে সমর্থন করে; খোদার ক্রোধ সকল অধার্মিকতা বা নাস্তিকতার ও দুষ্টতার বিরুদ্ধে প্রকাশিত হয়৷ কারণ সবাই পাপ করেছে এবং সত্যের বিরুদ্ধাচারণ করেছে তাদের মন্দাপ্রবণতার মধ্য দিয়ে৷ অনুধাবন করুন যে খোদার ক্রোধ যা ধ্বংস করে তা মানব জাতির ওপর নেমে এসছে৷

যেমন করে সাপটিকে মরুভূমিতে ঝুলান হয়েছিল, তেমনই ক্রশের যাতনা খোদার ক্রোধের হাত থেকে আমাদের মুক্তির জন্য প্রতীক হয়ে রয়েছে৷ পুত্র রহমতের দ্বার খুলে দিয়েছেন৷ যে কেউ ক্রুশের মধ্য থেকে আসা তার রহমতোকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেয়, সে বিচারের সম্মুখীন হয়৷ শয়তান তার মধ্যে পা রাখবার জায়গা খুঁজে পায়৷ ঈসা মসিহবিহীন মানুষেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে৷ আপনি কখন সাতন্ত্র ব্যক্তিদের বা প্রত্যেকের জন্য প্রার্থনা শুরু করবেন, যাতে করে তারা পুত্রের ওপর বিশ্বাস আনতে পারে এবং রক্ষা পেতে পারে? কখন আপনি আপনার বন্ধুদের কাছে ধৈর্যসহকারে কথা বলবেন, যাতে করে তারা আপনার সাক্ষ্যের মধ্য দিয়ে খোদার জীবনকে গ্রহণ করতে পারে?

প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, তোমার ভালোবাসা ও সত্যের জন্য আমরা তোমার প্রশংসা করি৷ আমরা তোমার এবাদত করি এবং একটি অনুগত হৃদয় চাই, যা বিশ্বাসে স্থির থাকবে এবং পিতাকে সম্মান করবে৷ আমরা আস্থার সাথে ঘোষণা করছি যে তুমি এবং পিতা এক৷ তাদের ওপর দয়া করো যারা তোমাকে অজ্ঞানতাবশত প্রত্যাখ্যান করেছে৷ তোমার বাক্যের সাক্ষী হতে তাদেরকে অনুমতি দাও৷ তাদেরকে খুঁজে বের করবার জন্য আমাদের সাহায্য কর যাদের কাছে তুমি আমাদের পাঠিয়েছ এবং আমাদের জন্য তোমার এবং তোমার কাজের বিষয়ে তাদেরকে প্রেরণা দাও৷

প্রশ্ন:

৩১. আপনি কীভাবে অনন্ত জীবন পাবেন?

www.Waters-of-Life.net

Page last modified on June 12, 2012, at 10:55 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)