Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 018 (The first six disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
প্রথম অংশ - বেহেশতি নূর ঝলমল করছে (যোহন ১:১ - ৪:৫৪)
বি - ঈসা মসিহ তার সাহাবিদেরকে অনুতাপের গোলক থেকে মিলনের আনন্দের দিকে পরিচালনা করেন (যোহন ১:১৯ - ২:১২)

৩. প্রথম ছয় সাহাবিরা (যোহন ১ : ৩৫-৫১)


যোহন ১:৪৩-৪৬
৪৩ পরের দিন ঈসা মসিহ ঠিক করিলেন, তিনি গালিল প্রদেশে যাইবেন৷ আর ফিলিপের সঙ্গে দেখা হইতেই ঈসা মসিহ তাহাকে বলিলেন, 'আস আমার পথে চল'৷ ৪৪. ফিলিপ ছিলেন বৈত্‍সৈদা গ্রামের লোক৷ আন্দ্রিয় ও পিতরও ওই একই গ্রামের লোক ছিলেন৷ ৪৫ ফিলিপ নথনেলকে খুঁজিয়া বাহির করিয়া বলিলেন, 'মুসা যাহার কথা শরিয়তে লিখিয়া গিয়াছেন এবং যাহার বিষয় নবীরাও লিখিয়াছেন, আমরা তাহার দেখা পাইয়াছি৷ তিনি ইউসুফের পুত্র ঈসা মসিহ, নাসরথ গ্রামের লোক৷' ৪৬ নথনেল ফিলিপকে বলিলেন, 'নাসরথ হইতে কি ভাল কোন কিছু আসিতে পারে?' ফিলিপ তাহাকে বলিলেন, 'আসিয়া দেখ'৷

আগের পদগুলিতে আমরা দেখতে পাই, ঘটনাগুলি ঘটেছিল পরপর চারদিন ধরে৷ প্রথমদিন প্রতিনিধিরা জেরুজালেম থেকে এসেছিল, দ্বিতীয় দিন যোহন ঈসা মসিহকেই খোদার মেষশাবক হিসেবে ঘোষণা দিলেন, তৃতীয় দিন ঈসা মসিহ চারজন সাহাবিকে সংগ্রহ করলো, চতুর্থ দিন তিনি ফিলিপ ও নথনেলকে সাহাবিদের হিসেবে আখ্যা দিলেন৷৷

ঈসা মসিহ নিজেই ফিলিপের সন্ধান করেছিলেন৷ নিঃসন্দেহে ফিলিপ আগেই বাপ্তিস্মদাতার কাছ থেকে শুনেছিলেন যে ঈসা মসিহ তাদের মধ্যেই আছেন৷ তিনি আশ্চর্যান্বিত হয়েছিলেন যখন বাপ্তিস্মদাতা ঈসা মসিহের দিকে ইশারা করে বলেছিলেন, এ হলো খোদার মেষশাবক৷ ঈসা মসিহের কাছে বলেছিলেন, এ হলো খোদার মেষশাবক৷ ঈসা মসিহের কাছে যেতে ফিলিপের সাহস হয়নি৷ তার ইচ্ছা ছিল প্রভূকে জানতে, কিন্তু নিজেকে বেহেস্তিজনের সাথে সহভাগিতার উপযুক্ত মনে করেনি৷ তাই ঈসা মসিহ তার কাছে গেল, তার দুর্বলতাকে দূরীভূত করলো এবং তাকে উঠতে এবং অনুসরণ করতে আহ্বান করলো৷

ঈসা মসিহের অধিকার ছিল, তার নিজের জন্য, যে কোনো মানুষকে মনোনীত করতে, কারন তিনি সৃষ্টি করেছিলেন, ভালোবেসেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন৷ এটা আমাদের নিজেদের কাজ নয় যে তাকে আমরা মনোনীত বা গ্রহণ করি, কিন্তু তিনি আগে আমাদেরকে দেখেন, তিনি আমাদেরকে অনুসন্ধান করেন, আমাদেরকে খুঁজে পান এবং তার কাজের জন্য আমাদেরকে ডাকেন৷

কাউকে ডাকা ব্যতীত যেমন তাকে অনুসরণ করা যায় না তেমনি ঈসা মসিহের আদেশ ব্যতীত উপযোগী কোনো কাজও হয় না৷ যে কেউ মনোনয়ন ছাড়া খোদার রাজ্যের জন্য সেবায় ব্রতী হয় সে নিজের এবং অন্যদের ক্ষতি করে৷ কিন্তু যে কেউ ঈসা মসিহের কথা শোনে এবং তা সাথে সাথে পালন করে, সে ঈসা মসিহের স্নেহপূর্ণ যত্ন-পরিচর্যা উপভোগ করবে৷ সকল সময়ের জন্যই ঈসা মসিহ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন৷

ফিলিপ প্রচারকার্যের জন্য দ্রুত বেরিয়ে গেল এবং তার বন্ধু নথানলাক দেখে তাকে সুসংবাদ দিল এবং মণ্ডলীর বাণীর মতো প্রকাশ করলো, 'আমরা ত্রাণকর্তা কে খুঁজে পেয়েছি৷' আমি খুঁজে পেয়েছি এটা নয় কিন্তু বিনীতভাবে নিজেকে মণ্ডলীর সাক্ষ্যে অন্তভর্ুক্ত করলো৷

এটা প্রতীয়মান হয় যে, ঈসা মসিহ তাঁর সাহাবিদেরকে তাঁর কার্যাবলির ব্যাপারে খবর দিয়েছিলেন৷ ইউসুফ তার পালক পিতা ছিলেন যিনি তাকে প্রতিপালন করেছিলেন৷ বেথলেহেমে তার জন্মগ্রহণের ব্যাপারে ঈসা মসিহ কিছুই বলেননি৷ এই পর্যায়ে সাহাবিরা সেই ঘটনা সম্পর্কে কিছুই জানতো না৷

নথনেল কিতাবুল মোকাদ্দাসে পারদশর্ী ছিলেন৷ সুতরাং তিনি মুসা এবং অন্যান্য নবীদের কিতাবসমূহ অনুসন্ধান করেছিলেন এবং ঈসা মসিহ সম্পর্কে প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে জানতে পেরেছিলেন, এবং এটাও জানতে পেরেছিলেন যে, যিনি আসছেন তিনি দাউদের বংশের লোক, বেথলেহেমে জন্মগ্রহণ করবেন এবং তিনি তাঁর লোকদের রাজা হবেন৷ নথনেলের এই বিষয়টি গ্রহণ করতে কষ্ট হয়েছিল যে, ত্রাণকর্তা একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করবেন যার নাম, পুরনো নিয়মে অন্তর্ভুক্ত ছিল না, এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো ভবিষ্যদ্বাণীও ছিল না৷ নথনেল সেই ঘটনাকে স্মরণ করেছিলেন, যেটা ছিল রোমের বিরুদ্ধে দেশপ্রেমিক ধর্মান্ধ ইহুদিদের এবং ধর্মের ব্যাপারে অতিউত্‍সুক লোকদের ঘটনাটি৷ ওই বিদ্রোহ দমন করা হয়েছিল এবং অনেক রক্ত ঝরেছিল৷

এই ঘটনাগুলো ফিলিপের জানার বিষয় ছিল না৷ তার আনন্দ ছিল মহান ঈসা মসিহকে আবিষ্কার করতে পেরে৷ তার প্রবল কৌতূহল নথনেলের সন্দেহকে দূরীভূত করলো৷ কোনো রকম বিতর্ক ছেড়েই তিনি বললেন 'আস এবং দেখ'৷ প্রচারকার্যের জন্য এই নীতিবাক্য হলো অভিজ্ঞতার ভিত্তি যা ছিল সত্যের জন্য এবং যা এই কথাই বহন করে 'আস এবং দেখ'৷ ঈসা মসিহের ব্যাপারে কোন বিতর্ক করো না বরং তাঁর ক্ষমতা এবং সহভাগীর অভিজ্ঞতা লাভ করো৷ আমাদের সাক্ষ্য কোনো কাল্পনিক চিন্তাধারার উপর গড়ে উঠেনি বরং একজন ব্যক্তির উপর গড়ে উঠেছে ভিত্তি করে যিনি সত্য সত্যই প্রভু৷

প্রার্থনা: প্রিয় প্রভু ঈসা মসিহ, তোমার আনন্দ যা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে তার জন্য তোমাকে ধন্যবাদ দেই, তোমার সহভাগীর সৌন্দর্যের দিকে আমাদেরকে এবং আর সবাইকে তোমার দিকে পরিচালিত কর৷ আমাদেরকে আকাঙ্খা দাও যাতে করে আমরা ধৈর্য ও ভালোবাসার মধ্য দিয়ে ধর্ম প্রচার করতে পারি এবং আমাদের সকল ভয়ভীতি বিলম্বতা-বিহ্বলতা যা আমাদের ভিতরে আছে সেগুলো ক্ষমা কর এবং তোমার নাম যাতে করে সাহসের সাথে প্রচার কররতে পারি৷

প্রশ্ন:

২২. কীভাবে প্রথম সাহাবিরা অন্যদের কাছে ঈসা মসিহের নাম প্রচার করেছিল?

www.Waters-of-Life.net

Page last modified on June 12, 2012, at 09:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)