Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 017 (The first six disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
প্রথম অংশ - বেহেশতি নূর ঝলমল করছে (যোহন ১:১ - ৪:৫৪)
বি - ঈসা মসিহ তার সাহাবিদেরকে অনুতাপের গোলক থেকে মিলনের আনন্দের দিকে পরিচালনা করেন (যোহন ১:১৯ - ২:১২)

৩. প্রথম ছয় সাহাবিরা (যোহন ১ : ৩৫-৫১)


যোহন ১:৪০-৪২
৪০ ইয়াহিয়ার কথা শুনিয়া যে দুজন ঈসা মসিহের পেছনে পেছনে গিয়েছিলেন তাহাদের একজনের নাম ছিল আন্দ্রিয়, উনি ছিলেন শিমোন পিতরের ভাই৷ ৪১ আন্দ্রিয় প্রথমে তাহার ভাই শিমোনকে খুঁজিয়া বাহির করিলেন এবং বলিলেন, 'আমরা ঈসা মসিহের (অর্থাত্‍ খ্রিস্টের) দেখা পাইয়াছি'৷ আন্দ্রিয় শিমোনকে ঈসা মসিহের নিকট আনিলেন৷ ঈসা মসিহ শিমোনের দিকে তাকাইয়া বলিলেন, 'তুমি ইউহোন্নার ছেলে শিমোন, কিন্তু তোমাকে কৈফা নমে ডাকা হইবে৷' ওই নামের অর্থ পিতর অর্থাত্‍ পাথর৷

পিতরের ভাই আন্দ্রিয় একজন জেলে ছিল যে তিবেরিয়া হ্রদের উপকূলে বেতসাইদাতে থাকত৷ সে পাপের জন্য অনুতাপ করতে বাপ্তিস্মদাতার কাছে এসেছিল এবং মসিহের (ত্রাণকর্তা) আগমনের জন্য অপেক্ষা করছিল৷ আন্দ্রিয় বাপ্তিস্মদাতার সাক্ষ্যকে গ্রহন করেছিল এবং ঈসা মসিহকে অনুসরণ করেছিল৷ তার হৃদয় আনন্দে ধরে রাখতে অসমর্থ ছিল, কিন্তু প্রথমে তাঁর ভাইকে খুঁজে পেতে চাইল কিন্তু আগন্তুকদের কাছে নয়৷ সুতরাং আন্দ্রিয়, তার বড় ভাই, তার উদ্দশী ভাইকে দেখতে পেয়ে এই সুসংবাদ ছড়িয়ে দিলেন এই বলে যে, 'আমরা সেই প্রতিশ্রুত ঈসা মসিহকে খুঁজে পেয়েছি যিনি ত্রাণকর্তা, প্রভূ এবং খোদার মেষশাবক'৷ পিতর হয়তো সন্দেহের মধ্যেই ছিল, কিন্তু আন্দ্রিয় তাকে একথা বিশ্বাস করাইয়াছিল৷ শেষ পর্যন্ত তার সঙ্গ দিল এবং ঈসা মসিহের কাছে গেল, যদিও তখন পর্যন্ত কিছু সমস্যা ছিল৷

যখন পিতর গৃহে প্রবেশ করলো তিনি তাকে তার নাম ধরে ডাকলেন৷ ঈসা মসিহ তার চিন্তার মধ্যে কিছু একটা ঢুকালেন এবং তাকে একটা নুতন পদবি নাম দিলেন যা হলো 'পাথর'৷ ঈসা মসিহ পিতরের অতীত, বর্তমান বা ভবিষ্যত্‍ সম্পর্কে সব কিছুই জানতেন যার ভিতর বেপরোয়া একটি মনোভাব ছিল৷ ঈসা মসিহ সেই সমস্ত হৃদয়গুলিকে চেনেন যা তার কাছে উম্মোচিত হয়৷ পিতর সেটা বুঝতে পারলো এবং তাত্‍ক্ষণিকভাবে ঈসা মসিহের চাহনির কাছে বশ্যতা স্বীকার করলেন৷ ঈসা মসিহ ধৈর্যের সাথে এই বেপরোয়া জেলেকে কঠিন পাথরে রূপান্তরিত করতে শুরু করলেন৷ মসিহের মধ্যে থেকে তিনি হয়ে উঠলেন মণ্ডলীর ভিত্তি৷ সুতরাং একদিক থেকে আন্দ্রিয় হয়ে উঠলো একজন অগ্রণী সাহাবি৷

আর একজন সাহাবিও সহায়ক হয়ে উঠলেন তার রক্তের ভাইকে পরিচালনার কাজে৷ যোহন তার ভাই জেমসকে ঈসা মসিহের কাছে নিয়েছিল যদিও সে সুসমাচারে দুটো নামই গোপন রেখেছিল যা ছিল শালীনতার নিদর্শন, বস্তুত সময়ের পরিক্রমায় আন্দ্রিয় এবং যোহন ছিল প্রথম দিকের সাহাবি৷

এই উপস্থাপিত পদগুলির সৌন্দর্য কোনো কোনো দিক থেকে সূর্যোদয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, একটি নুতন যুগের সুচনা৷ এই বিশ্বাসীগণ স্বার্থপর ছিল না বরং তারা তাদের ভাইদেরকে মসিহের কছে নিয়ে গিয়েছিল এই পর্যায়ক্রমে তারা রাজপথ বা জনপথ ধরে প্রচারের জন্য যাচ্ছিল না, কিন্তু তাদের আত্মীয়স্বজনদের মনোযোগ আকর্ষণ করছিল এবং তাদেরকে মসিহের কাছে নিয়ে গিয়েছিল৷ তারা কোন নাস্তিক বা রাজনীতিবিদদের বিরুদ্ধাচারণ করেনি বরং তাদেরকে খুঁজছিল যারা খোদার জন্য উন্মুখ ছিল এবং ভগ্নহৃদয় ও প্রায়শ্চিত্তকারী৷

এইভাবে আমরা জানি কীভাবে রহমতের সুসংবাদ ছড়িয়ে দিতে হয়, অতিরিক্ত ভাবাবেগের সাথে নয়; কিন্তু আনন্দের সাথে যা ঈসা মসিহের সাথে সাক্ষাতে ঝরনার মতো প্রবাহিত হয়৷ এইসব প্রাথমিক সাহাবি ধর্মতত্ত্ব বিষয়ক বিদ্যালয় খুঁজে পায় নাই অথবা তারা তাদের নিজেদের জীবন কথা লেখন নাই, কিন্তু মুখের কথার সাক্ষ্যের অভিজ্ঞতা পেয়েছিল৷ তিনি ঈসা মসিহকে দেখেছিলেন, তার কথা শুনেছিলেন, তার হাত স্পর্শ করেছিলেন এবং তাকে বিশ্বাস করেছিলেন৷ এই ঘনিষ্ট সহভাগিতা ছিল তাদের কতর্ৃত্বের উত্‍স৷ সুসমাচারে কি আপনি ঈসা মসিহের সাক্ষাত্‍ পেয়েছেন? আপনি কি আপনার বন্ধুদের ধৈর্যসহকারে এবং প্রত্যয়ের মাধ্যমে পরিচালিত করেছেন?

প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আমরা আপনাকে আমাদের হৃদয়ের আনন্দের জন্য ধন্যবাদ দেই৷ আমাদেরকে আপনি আপনার মিষ্ট সহভাগিতার দিকে পরিচালনা করেন এবং অন্যদেরকেও আপনার দিকে পরিচালিত করেন৷ ভালোবাসার সাথে প্রচারকার্যের জন্য আমাদেরকে প্রেরণা প্রদান করম্নন৷ আমাদের ভীরম্নতা ও লজ্জাকে ক্ষমা করুন যাতে করে আমরা সাহসের সাথে আপনার নামের সাক্ষ্য হতে পারি৷

প্রশ্ন:

২১. প্রথম সাহাবি কীভাবে ঈসা মসিহের নামকে প্রচার করেছিল?

www.Waters-of-Life.net

Page last modified on June 12, 2012, at 09:31 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)